বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জানেন কি এবারের এশিয়া কাপের প্রাইজমানি কত? 

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০২  

জানেন-কি-এবারের-এশিয়া-কাপের-প্রাইজমানি-কত 

জানেন-কি-এবারের-এশিয়া-কাপের-প্রাইজমানি-কত 

শুরু হয়ে গেছে এশিয়া কাপের ফাইনালের মহাগুরুত্বপুর্ন লড়াই। এশিয়ার শ্রেষ্ঠত্বের চূড়ান্ত মাঠের লড়াইয়ে এখন মুখোমুখি শ্রীলংকা ও পাকিস্তান। 

এই লড়াই শ্রেষ্ঠত্বের তো বটেই, আর্থিক বিষয়ও মিশে আছে এর সঙ্গে। ফাইনাল জিতলে দুই দলের সামনে থাকছে বিপুল পরিমান অর্থ পুরস্কারের হাতছানি। অন্যান্য বারের চেয়ে এবারের প্রাইজমানি প্রায় বেড়ে গেছে তিন গুণ। 

২০১৮ সালে বাংলাদেশ রানার্স আপ হয়ে পেয়েছিল ৩০ হাজার ডলার, আর চ্যাম্পিয়ন ভারত জিতেছিল এর দ্বিগুণ। সব মিলিয়ে দুই দলের প্রাইজমানি ১ লাখ ডলারও পার করেনি।  

কিন্তু এবার প্রাইজমানি এতটাই বেড়েছে যে, আজ রানার্স আপ হলেই মিলবে গেলবারের মোট প্রাইজমানির চেয়ে বেশি অর্থ। যার পরিমান ১ লাখ ডলার সমমূল্যের প্রাইজমানি। 

আর চ্যাম্পিয়ন দল পাবে এর দ্বিগুণ, অর্থাৎ ২ লাখ ডলার। শিরোপা জেতা দলটির প্রাপ্তি এখানেই শেষ নয়, উপরি পাওনা হিসেবে থাকছে নানা রকমের বোনাস। 

Provaati
    দৈনিক প্রভাতী